ভারতীয় বোর্ড আইসিসির সিদ্ধান্ত মানবে না

ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় বোর্ড আইসিসির সিদ্ধান্ত মানবে না
ফাইল ছবি

ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ) আইসিসিকে জানিয়ে দিয়েছে, সদ্য সমাপ্ত দুবাই বৈঠকে তারা (আইসিসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা বোর্ড মানবে না। কারণ হিসেবে বলা হয়েছে, আইসিসি বৈঠকে হাজির থাকা অমিতাভ চৌধুরী মোটেও ভারতীয় বোর্ডের অনুমোদিত প্রতিনিধি ছিলেন না।

এতদিন ধরে ভারতীয় বোর্ডের দায়িত্বে থাকা সিওএ আগেই জানিয়ে দিয়েছিল, অমিতাভ কোনোভাবেই আইসিসির বৈঠকে যোগ দিতে পারবেন না। কিন্তু আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে দুবাইয়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন অমিতাভ।

আইসিসি চিফ এক্সিকিউটিভকে কড়া ভাষায় লেখা ইমেইলে সিওএ বলেছে, ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে অমিতাভ চৌধুরীকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যে কারণে ওই বৈঠকে নেওয়া কোনো সিদ্ধান্ত বা অমিতাভ চৌধুরীর দেওয়া কোনো প্রতিশ্রুতি মানবে না ভারতীয় বোর্ড।

সিওএ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আইসিসির কোনো এখতিয়ারই নেই ভারতীয় বোর্ডের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর।

আগামী ২৩ অক্টোবর, ভারতীয় বোর্ডের সাধারণ বার্ষিক সভার পরে আর অস্তিত্ব থাকবে না সিওএ-র। তার আগে তাদের পাঠানো এই ইমেইলকে ‘রুটিন পদ্ধতি’ বলছেন বোর্ডের কেউ কেউ।

তাদেরই একজন বলেছেন, নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী স্পষ্ট করে দিয়েছেন, আমাদের যা প্রাপ্য তার দাবি পেশ করা হবে আইসিসির কাছে। সিওএ কী করছে, তাতে কিছু যায় আসে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে