রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ২৭ লাখ টাকা জরিমানা

মহানগর প্রতিবেদক

ট্রাফিক আইন অমান্য করায় জরিমানা ও মামলা
ছবি : সংগৃহিত

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৬ হাজার ২৫৪টি মামলা এবং ২৭ লাখ ২৫ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে। এছাড়াও অভিযানকালে ৪৩টি গাড়ি ডাম্পিং ও ৮০৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, উল্টোপথে গাড়ি চালানোর জন্য ৭৮৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর কারণে ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৯৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৬০টি মামলা করা হয়েছে।

গত ১৬ অক্টোবর দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে