ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু মানমন্দির’-এর (অবজারভেটরি)। কাজ হলেও এর নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অন্যদিকে মন্দিরটির কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
জানা গেছে, পৃথিবীতে তিনটি পূর্ব-পশ্চিম বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো- কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং বিষুব রেখা। ঠিক এ রকম চারটি উত্তর-দক্ষিণ বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো- শূন্য ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি এবং ২৭০ ডিগ্রি দ্রাঘিমা। চারটি উত্তর দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব পশ্চিম রেখা মিলিয়ে ১২ জায়গায় ছেদ করেছে। ১২টি বিন্দুর ১০টি বিন্দুই পড়েছে সাগরে মহাসাগরে। এর মধ্যে শুধু দুটি ছেদবিন্দু পড়েছে স্থলভাগে। এর একটি পড়েছে সাহারা মরুভূমিতে আর অন্যটি বাংলাদেশে।
আরও নির্দিষ্ট করে বললে কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুটি পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। ঠিক এখানেই বঙ্গবন্ধুর নামে মানমন্দির নির্মাণ করা হচ্ছে। কয়েক মাস আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপন করেন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।
বুধবার বৈঠক শেষে কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক জানান, বৈঠকে বঙ্গবন্ধু মানমন্দির এবং নির্মাণাধীন ও ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস ইনমাস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। কমিটি বঙ্গবন্ধু মানমন্দির দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে। তবে মন্ত্রণালয় বলছে, এ প্রকল্পের নাম পরিবর্তনের চিন্তাভাবনা রয়েছে। তবে কমিটি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি।
বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে (ইনমাস) প্রকল্পের কাজ চলমান রয়েছে। কমিটি ইনমাস প্রকল্পের অগ্রগতি আরও গতিশীল ও মানসম্মত করার জন্য বিশেষজ্ঞের মতামত নেয়ার পরামর্শ দেয়। বৈঠকে ভবিষ্যতে নতুন প্রজেক্ট তৈরির সময় প্রয়োজনীয় জনবলসহ প্রজেক্ট পেপার তৈরির ওপর কমিটি গুরুত্বারোপ করেন।
মানমন্দির বা অবজারভেটরি (Observatory) আসলে কী?
‘মানমন্দির’ বা অবজারভেটরি হচ্ছে একটি বিজ্ঞান গবেষণাগার। ইংরেজিতে একে বলা হয় অবজারভেটরি (Observatory)। বিশেষজ্ঞদের ভাষায়, মহাকাশের প্রতি মানুষের আকর্ষণ সহজাত। সূর্য-চাঁদ এবং গ্রহ-নক্ষত্রের গতিপ্রকৃতি ও আকৃতি নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই প্রাচীনকাল থেকেই এ কৌতূহল মেটাতে নানা তৎপরতা চলছে। আকাশ পর্যবেক্ষণের জন্য লোকালয় থেকে দূরে উঁচু পাহাড় বা খোলা প্রান্তরে অবকাঠামো গড়ে তোলার রেওয়াজও শুরু হয়েছে বহু আগেই। এসব অবকাঠামো ‘মানমন্দির’ নামে পরিচিত।
- আরও পড়ুন >> যুক্তরাজ্যে ট্রাক কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার
কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক ছাড়াও কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. মোজাফ্ফর হোসেন, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান বৈঠকে অংশ নেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।