মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্রে দীপিকা

বিনোদন ডেস্ক

দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোন। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন পার করছেন ক্যারিয়ারের সোনালী সময়। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর ঐতিহাসিক চরিত্র পদ্মাবতীর পর এবার মহাকাব্যিক চরিত্র ‘দ্রৌপদী’তে তিনি।

শুক্রবার এই খবর প্রকাশ্যে এনে জানালেন, শুধু অভিনয় নয়, এই ছবির সহ প্রযোজকও তিনি। পরপর দুই ধামাকায় নড়ে বসেছে বলিউড। দীপিকা নিজেও স্বীকার করেছেন, এখনও পর্যন্ত তার অভিনয় জীবনের সেরা চরিত্র মহাভারতের অন্যতম নারী চরিত্র দ্রৌপদী।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভীষণ উত্তেজিত এই চরিত্রে অভিনয়ের জন্য। এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য সবাই মুখিয়ে থাকে। দ্রৌপদী যেমন বিতর্কিত তেমনি তেজস্বিনী। এই চরিত্রে অভিনয় মানে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ। এই সুযোগ বারেবারে আসে না। আমি ভাগ্যবতী। তাই আমি সুযোগ পেলাম।’

ছবির পরিচালক মধু মন্তেনা এর আগে ফ্যান্টম ফিল্মসের সঙ্গে প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ‘মহাভারত আমাদের দেশের ইতিহাস নয়। মহাভারত আমাদের প্রতি ঘরের ঘটনা। আর আজও দ্রৌপদী ভীষণ ভাবে বাস্তব। তাই এই চরিত্র, এই মহাকাব্যকে পটভূমিকায় রেখে ছবি বানাচ্ছি।’

মধু জানিয়েছেন, ‘এই চরিত্রে অভিনয় করতে দীপিকা রাজি হয়েছেন বলেই সাহস করে এগোতে পারছি। কারণ, এই মুহূর্তে দীপিকা নিজেই লার্জার দ্যান লাইফ। যেভাবে একের পর এক সনাতনী ভারতীয় চরিত্রকে জীবন্ত করছেন তাতে উনিই আমার দ্রৌপদী।’

পরিচালকের দাবি, সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ২০২১ সালে। তার আগে আগামী বছরে মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাড়ুকোনের আরেকটি ছবি ছপক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে