ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি খুলেছেন। এবার তিনি নিজ শহর রাঁচিতেও ক্রিকেট একাডেমি খুলবেন বলে জানা গেছে।
ধোনির ছোটবেলার বন্ধু মিহির দিবাকর একাডেমির জন্য জায়গা খুঁজছেন। সবকিছু পরিকল্পনামাফিক চললে, আগামী দু্ই বছরের মধ্যে চালু হচ্ছে এই ক্রিকেট একাডেমিটি। কোনো একটি স্কুলের সাথে যুক্ত হতে পারে এই একাডেমি।
সম্প্রতি ইনদোরে ধোনির একটি একাডেমি চালু হয়েছে। আগামী দুই মাসের মধ্যে শিলিগুড়িতেও একাডেমি চালু হচ্ছে। দিল্লি, পাটনা, বোকারো, নাগপুর, বারাণসী এমনকি বিদেশেও রয়েছে ধোনির ক্রিকেট একাডেমি।
তবে কী জাতীয় দলে আর ফিরবেন না বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক? বিশ্বকাপের পরে আর জাতীয় দলে যোগ দেননি মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে তার অবসর নিয়ে চলছে অনেক কানাঘুষা। দলে থাকবেন নাকি ছেড়ে দিবেন বাইশ গজের খেলা, এখনো কোনো আভাস পাওয়া যায়নি ধোনির কাছ থেকে।
সদ্য নির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, দলে ফিরবেন নাকি ক্রিকেট থেকে দূরে সরে যাবেন এটি সম্পূর্ণই ধোনির ইচ্ছার ওপর নির্ভরশীল।