ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার রাত ৮টার দিকে পৌঁছায় তাদের বহনকারী ফ্লাইটটি।
এর আগে বিকালে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি।
বিকালেই ভারতগামী বাংলাদেশ দলকে বিদায় জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী ফ্লাইটে চড়ে বসেন ক্রিকেটাররা।
সফরে তামিম ইকবাল নেই পারিবারিক কারণে ছুটিতে নেয়ায়, ইনজুরিতে পড়ে বাদ অলরাউন্ডার সাইফউদ্দিন।
সফরে সবচেয়ে বড় ঘাটতি আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে বিশ্বসেরা অলরাউন্ডার ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের দলে না থাকা। আগামী এক বছর আর ক্রিকেট খেলতে পারবেন না তিনি।
ভারত সফরের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্ট অধিনায়ক মুমিনুল হককে।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে পৌঁছে টিম বাংলাদেশ উঠেছে দিল্লির আইসিটি মউরিয়া হোটেলে।
আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর এই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত।