এ টি এম আজহারের মৃত্যুদণ্ড বহালে অ্যাটর্নি জেনারেলের সন্তোষ

মত ও পথ প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগেও বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

universel cardiac hospital

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নূরুজ্জামান।

রায়ের পর নিজ কার্যালয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মাহবুবে আলম বলেন, এ মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষির ভিত্তিতে আজহারকে শাস্তি দেয়া হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল তাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আপিল বিভাগও এ রায় বহাল রেখেছেন। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আসামি রিভিউ করলে আমরা কন্টেস্ট করবো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে