সবধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক

গ্লেন ম্যাক্সওয়েল
ফাইল ছবি

নিজের মানসিক অবসাদের কথা উল্লেখ করে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে নিলেন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজই খেলা হবে না তার।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাইকোলজিস্ট ডাক্তার মাইকেল লয়েড ম্যাক্সওয়েলের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল নিজের মানসিক সুস্থ্যতার ব্যাপারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারণে সে খেলাটা থেকে কিছুদিন দূরে থাকবে। নিজের এই সমস্যার ব্যাপারে সদা তৎপর ছিলো ম্যাক্সওয়েল এবং সাপোর্ট স্টাফকেও সঙ্গে সঙ্গেই জানিয়েছে।’

universel cardiac hospital

জাতীয় দলের নির্বাহী পরিচালক বেন অলিভার এ বিষয়ে ম্যাক্সওয়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সুস্থ্যতা সবার আগে। ম্যাক্সওয়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভিক্টোরিয়ার সঙ্গে মিলে ম্যাক্সওয়েলের ব্যাপারে একত্রে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে করে দ্রুতই খেলায় ফিরতে পারে ম্যাক্সওয়েল।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে বলে দিয়েছি, অনুরোধ করেছি তারা যেনো ম্যাক্সওয়েল এবং তার পরিবার-পরিজনকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে তার নিজের মতো করে থাকা খুব জরুরি। সে খুবই দারুণ একজন খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের অন্যতম সদস্য। গ্রীষ্মেই আমরা তাকে মাঠে দেখা আশা প্রকাশ করছি।’

এদিকে ম্যাক্সওয়েলের এমন আকস্মিক সিদ্ধান্তের কারণে দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবেন ডি’আরকি শর্ট। আগামী রোববার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি। তার আগে শুক্রবার হবে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে