নেপালের মধ্যাঞ্চলে একটি যাত্রীবোঝাই বাস নদীতে পড়ে কমপক্ষে সাত শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন।
দেশটির মধ্যাঞ্চলে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমান্ডু আসার পথে নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।
বাসটি নদীতে পড়ে প্রায় ৫০ মিটার গভীরে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটির অর্ধশতাধিক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের সঙ্গে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীও উদ্ধার অভিযানে নেমেছেন। এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রতি বছর পাহাড়ি এ দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং বহু হতাহতের ঘটনা ঘটে।