প্রবল ঝড়ে বিপর্যস্ত ফ্রান্সের উপকূল

আন্তর্জাতিক ডেস্ক

ঝড়ে বিপর্যস্ত ফ্রান্সের উপকূল

প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় এলাকা। অ্যামিলি নামের ঝড়টি রবিবার রাতে প্রবল বেগে আঘাত হানার পর ওই এলাকায় প্রায় দেড় লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর ডয়চে ভেলের।

দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, ঝড়ের কারণে এক লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। অধিকাংশই বাড়িই পশ্চিমাঞ্চলীয় নুভেলা একিটেন অঞ্চলে। সমস্যা সমাধান করতে নিরলস কাজ করছে হাজারো কর্মী।

universel cardiac hospital

রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির বেশিরভাগ অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়। কিছু কিছু এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৩ কিলোমিটার। প্রবল ঝড়ে বহু গাছা ভেঙে পড়ে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিল দেশটির জরুরি বিভাগের টেলিফোন লাইন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বাতিল করা হয় এবং কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয় বলে রেলওয়ে পরিচালনাকারী কোম্পানি এসএনসিএফ জানিয়েছে। ঝড় ও বৃষ্টিপাতের সময় দুটি প্রধান সড়কেও কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

তবে প্রবল ঝড় হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে