বিদ্রোহীদের হামলায় থাইল্যান্ডে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

বিদ্রোহীদের হামলায় থাইল্যান্ডে নিহত ১৫

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানিয়েছেন, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। হামলায় আরও চারজন আহত হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। সেনা মুখপাত্র প্রামোট আরও বলেন, বিদ্রোহীরা হামলা চালালে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। অপরদিকে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

হামলাকারীরা সেখানে গোলাগুলি চালিয়েছে এবং বিস্ফোরকও ব্যবহার করেছে। কর্তৃপক্ষ এই ঘটনাকে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করেছে।

তিনি বলেন, এটা বিদ্রোহীদের কাজ বলেই মনে হচ্ছে। গত কয়েক বছরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীরা বলছে, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করে যাচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে