খালেদার মুক্তি হবে রাজপথে : গয়েশ্বর

মত ও পথ প্রতিবেদক

খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন, যাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে তারাই দল থেকে চলে গেছেন।

আজ শুক্রবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

universel cardiac hospital

গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার জন্য আমাদের কি কোনো দায়িত্ব নেই? যদি দায়িত্ব পালন করি তাহলে খালেদা জিয়া জেলে কেন?

তিনি বলেন, আদালত চলে শেখ হাসিনার নির্দেশে, আমরা কেন শেখ হাসিনার আদালতের ওপর আস্থা রাখছি। বক্তৃতায়, আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তি পাবে না, খালেদার মুক্তি হবে রাজপথে। তিনি মুক্তি হলে এ সরকারের পতন হবে।

গয়েশ্বর বলেন, যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের যেতে দিন, তাদের নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারা যাক। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের দলের ভেতরেও কোনো মুনাফেক আছে কি না তা স্পষ্ট করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে