সেন্টমার্টিনে আটকে পড়া দেড় হাজার পর্যটক টেকনাফে ফিরলেন

কক্সবাজার প্রতিনিধি

দেড় হাজার পর্যটক টেকনাফে ফিরলেন

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকাপড়া প্রায় দেড় হাজার পর্যটক ফিরেছেন টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী জাহাজে করে তারা টেকনাফে পৌঁছান।

এ সময় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহীর অফিসারের নেতৃত্বে উপেজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল জাহাজ ঘাটে ফিরে আসা পর্যটকদের হাতে ফুল ও চকলেট তুলে দেন।

universel cardiac hospital

গত বৃহস্পতিবার তারা দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়েন। তবে একই দিন সকালে কাঠের ট্রলারে করে শতাধিক পর্যটক ফিরতে সক্ষম হন।

টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন কিছু লোকজন নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। বিকালে এসব জাহাজে করে আটকাপড়া পর্যটকরা ফিরে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় পর্যটকবাহী তিনটি জাহাজে করে সেখানে আটকাপড়া পর্যটকদের ফেরত আনা হয়েছে। তারা সবাই ভালো আছেন।

তিনি বলেন, আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। অবশেষে পর্যটকদের ফিরিয়ে আনতে পারায় এখন স্বস্তি পাচ্ছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে