জনগনও কমিউনিটি ব্যাংকের সুবিধা পাবে: জাবেদ পাটোয়ারী

গাজীপুর প্রতিনিধি

জাবেদ পাটোয়ারী

পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কমিউনিটি ব্যাংক পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে গঠিত হলেও জনগনও ব্যাংকটির সুবিধা ভোগ করতে পারবে।

আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে ব্যাংকটির মাওনা শাখার উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত হলেও পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগন এর সুবিধা ভোগ করতে পারবেন। কমিউনিটি ব্যাংক অর্থনীতিতেও গুরুত্বপূূর্ণ ভূমিকা রাখবে।’

universel cardiac hospital

আইজিপি বলেন, ‘শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী, সড়কমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এ বিষয়ে সবাই সুস্পষ্ট তথ্য পেয়েছেন। সারাদেশে এ শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’

এসময় তিনি জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারকে মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করতে নির্দেশ দেন।

ব্যাংকটির সিইও মসিউল হক চৌধুরী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংক সেবা চালু করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ নিরাপদে তাদের আর্থিক লেনদেন করতে পারবে। কারণ নিরাপদ লেনদেন ও ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ায় কমিউনিটি ব্যাংকের উদ্দেশ্য।’

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ব্যাংকের সিইও মসিউল হক চৌধুরী, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে