নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন (২২), জাভেদ হোসেন (২০) ও টিপু (২০)। তাদের বাড়ি বেগমগঞ্জের আলীপুরে।
স্থানীয়রা বলছে, রাতে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিল তিন আরোহী। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ আরোহী মারা যায়।
- আরও পড়ুন >> ‘মওলানা ভাসানী জাতিসত্তার অম্লান বাতিঘর’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘তিনজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’