মা বিদিশাকে সঙ্গে বাবা এইচ এম এরশাদের বারিধারার ‘প্রেসিডেন্ট পার্কে’ থাকতে চান ছেলে এরিক এরশাদ।
এ বিষয়ে আজ সোমবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এরশাদপুত্র এরিক। এরিক নিজে গুলশান থানায় উপস্থিত হয়ে জিডি করেন।
গত শুক্রবার এরিকের নিরাপত্তার প্রশ্নে বিস্তর অভিযোগ করেন মা বিদিশা। এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’ বলে অভিযোগ করেন বিদিশা।
বিদিশার এমন অভিযোগের মধ্যেই সোমবার গুলশান থানায় জিডি করেন এরশাদপুত্র এরিক।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেকে অভিযোগ করেছেন বিদিশা জোর করে বারিধারার বাসায় এসেছেন। কিন্তু এরিক নিজে জিডিতে উল্লেখ করেছেন, তিনি অসুস্থ। এ অবস্থায় বাসায় তার মা বিদিশাকে নিয়ে থাকতে চান।
জিডির বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
- রাঙ্গামাটিতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩
- পেঁয়াজ কারসাজি : ২৫০০ ‘অসাধু’ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা
এরিকের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তার মা বিদিশাও।
বিদিশা বলেন, নিরাপত্তাহীনতার কারণে এরিক থানায় জিডি করেছে। আমি এখন এরিকের বাসায় আছি। ও চাচ্ছে আমি সবসময় তার সঙ্গে থাকি।