এবার পুরুষ জন্মনিরোধক ইনজেকশন

ডেস্ক রিপোর্ট

ইনজেকশন
ফাইল ছবি

বিশ্বে প্রথমবারের মতো পুরুষদের জন্য জন্মনিরোধক ইনজেকশনের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) কন্ট্রাসেপ্টিভটির ক্লিনিক্যাল ট্রায়ালের পর তা অনুমোদনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজেআই) কাছে পাঠিয়েছে। অনুমোদন পেলেই বাজারে আসবে এই ইনজেকশন।

universel cardiac hospital

আইসিএমআর জানিয়েছে, এই কন্ট্রাসেপ্টিভ ইনজেকশন একবার নিলে তার প্রভাব থাকবে ১৩ বছর। সার্জিক্যাল ভ্যাসেক্টমির বিকল্প হিসেবে ব্যবহার করা হবে এই ইনজেকশন।

আইসিএমআরের বিজ্ঞানী ডা. আরএস শর্মা বলেন, ইনজেকশনটির পরীক্ষার জন্য ৩০৩ জনকে নিয়োগ করা হয়েছিল। ৯৭ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে সাফল্য পেয়েছি আমরা। দেখা দেয়নি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। ভারতে তৈরি এই কন্ট্রাসেপ্টিভ এক ধরনের পলিমার, যা টেসটিকিলসের কাছে শুক্রাণু টিউবের মধ্যে ইনজেক্ট করতে হবে। এর জন্য লোকাল অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হবে।

পলিমারটি সত্তরের দশকে প্রথম তৈরি করেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক এসকে গুহ। পুরুষদের জন্য জন্মনিরোধক নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও। ২০১৬ সালে পুরুষদের কন্ট্রাসেপ্টিভের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় তা বন্ধ করা হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে