আমার সম্পত্তিতে চাচার লোভ আছে : এরিক

ডেস্ক রিপোর্ট

এরশাদ-এরিক-বিদিশা এরশাদ
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের (জাপার বর্তমান চেয়ারম্যান) লোভ আছে।

শুক্রবার রাজধানীর বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার মা বিদিশাও সেখানে উপস্থিত ছিলেন।

এরিককে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ‘আপনি বলেছেন আপনাকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক কী কারণে আপনাকে বন্দি করে রাখা হয়েছে বলে মনে করছেন?’

উত্তরে তিনি বলেন, ‘আসলে আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ আছে। তাই এমনটি করে রাখা হয়েছে।’

মা বিদিশার বাসায় আসার বিষয়েএরিক বলেন, ‘আমার মাকে তো আমিই ডেকে এনেছি। তিনি নিজে আসেননি। উনি (জিএম কাদের) বলেছেন- বল প্রয়োগ করে মা এসেছে। মা নাকি আর্মস (অস্ত্র) নিয়ে এসেছে। এসব কথা ভিত্তিহীন, মিথ্যা। আর্মস থাকলে তো পুলিশ মাকে এখানে ঢুকতে দিত না।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে