লক্ষ্মীপুরে শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ৪ জনকে মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

আদালত
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর এই রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হচ্ছেন শারমিন আক্তারের সহযোগী জামাল উদ্দিন, নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন। তবে রায়ের সময় আসামিরা ছিলেন না। সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলা সূত্র এবং জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন জানান, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন পুত্রবধূ শারমিন আক্তার।

পরদিন নিহতের স্বজন খোরশেদ আলম বাদী হয়ে শারমিন আক্তারসহ ৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পাঁচ মাস পর তদন্ত শেষ করে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেয় আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে