এসএ গেমস: বাংলাদেশের পক্ষে প্রথম পদক পেল হুমায়রা

ক্রীড়া ডেস্ক

হুমায়রা আক্তার অন্তরা
হুমায়রা আক্তার অন্তরা

নেপালের কাটমান্ডু-পোখারায় অনুষ্ঠিতব্য ১৩তম এসএ গেমসে প্রথম পদক পেল বাংলাদেশ। কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতিছেন বাংলাদেশের মেয়ে হুমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে পাকিস্তান ও রৌপ্য নেপাল।

মেয়েদের পর ছেলেদের কাতায়ও বাংলাদেশ পেয়েছে ব্রোঞ্জ পদক। ছেলেদের ব্যক্তিগত কাতায় মো. হাসান খান বাংলাদেশের দ্বিতীয় পদক অর্জন করেন।

universel cardiac hospital

এসএ গেমসে প্রতিযোগীতায় নামার আগে পুরণো ম্যাটে অনুশীলন করলেও খেলা হয়েছে নতুন ম্যাটে। যার ফলে নেকোওয়াশি মুভে গিয়ে পা স্লিপ করে অন্তরার। তাতে সে স্বর্ণ ও রৌপ্য জয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। পয়েন্ট বেশি থাকায় অটোমেটিক ব্রোঞ্জ জিতে যান অন্তরা। একই ঘটনা ঘটেছে হাসানের ক্ষেত্রেও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে