জর্ডানে অগ্নিকাণ্ড : পাকিস্তানের ১৩ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জর্ডানে অগ্নিকাণ্ড : পাকিস্তানের ১৩ নাগরিক নিহত

জর্ডানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন পাকিস্তানের নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।

সোমবার জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির পূর্বাঞ্চলে একটি কৃষি এলাকার অস্থায়ী আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

universel cardiac hospital

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে বলেন, রোববার মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। যেখানে আগুনের ঘটনা ঘটেছে সেখানে দু’টি পরিবার বসবাস করত। তারা সবাই প্রবাসী শ্রমিক।

গত কয়েক বছরে জর্ডানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের শীতে দেশটিতে আশ্রয় নেয়া সিরিয়ার শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জর্ডান ভ্যালিতে বিভিন্ন বেসরকারি ফার্মে কয়েক হাজার বিদেশি শ্রমিক কাজ করে। শাক-সবজি এবং ফল উৎপাদনের জন্য ওই অঞ্চলের মাটি বেশ উর্বর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে