আইপিএল : নিলামে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছেন যেসব ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

আইপিএল : নিলামে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছেন যেসব ক্রিকেটার
ছবি : সংগৃহিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট তথা নিলাম। ক্রিকেটার বেচা-কেনার আসরের আগে প্রায় সব আয়োজন সম্পন্ন করেছেন আয়োজকরা।

নিলামে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছেন যে সব ক্রিকেটার তাদের তালিকা প্রকাশ করেছে আইপিএল আয়োজক কমিটি।

আসন্ন ২০২০ সালের আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে ২ কোটি। দুই কোটি বেস্ট প্রাইজে রয়েছেন ৭ জন ক্রিকেটার। নিলামে সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটারদের মধ্যে এক থেকে পাঁচ নম্বর পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা।

দুই কোটি বেস্ট প্রাইজ তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার পেট কামিন্স। ২৬ বছর বয়সী এ পেসার ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ৫৮ ওয়ানডে আর ২৫ টি-টোয়েন্টি সবমিলে ১১০ ম্যাচে ২৫৯ উইকেট শিকার করেছেন।

অস্ট্রেলিয়ান আরেক তারকা পেসার জস হ্যাজলেউড রয়েছেন তালিকার দ্বিতীয় পজিশনে। তিনি জাতীয় দলের হয়ে ১০১ ম্যাচ খেলে ২৭৪ উইকেট শিকার করেছেন।

তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্রিস লিন। তিনি জাতীয় দলের হয়ে মাত্র ৪ ওয়ানডে আর ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয়। ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এক সেঞ্চুরিতে ৩২.৫৩ গড়ে ৪ হাজার ৪২৫ রান করেছেন ক্রিস লিন।

দুই কোটি বেস্ট প্রাইজের তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান আরেক তারকা অলরাউন্ডার মিচেল মার্স। জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে ২ হাজার ৮৬৩ রান করেছেন তিনি। আর বল হাতে শিকার করেছেন ৯২ উইকেট।

আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্যবান ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এ তারকা অলরাউন্ডার জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ৭ টেস্ট, ১১০ ওয়ানডে আর ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৪ হাজার ৭৯২ রান। জাতীয় দলের হয়ে বল হাতে ১৭৮ ম্যাচে শিকার করেছেন ৮৪ উইকেট।

ছয় নম্বর পজিশনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ডেল স্টেইন। জাতীয় দলের হয়ে ২৬২ ম্যাচ খেলা অভিজ্ঞ এ পেসার শিকার করেছেন ৬৯৬ উইকেট। ৩৬ বছর বয়সী এ পেসার এখনও ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের এক নাম। তিনি ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫৫.৭ কিলোমিটার গতিতে বল করেছেন। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারের। তিনি ১৬৩.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন। এখনও পর্যন্ত সেটাই রেকর্ড।

আইপিএল নিলামে সববেশি মূল্য পাওয়া ক্রিকেটারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। তিনি জাতীয় দলের হয়ে ৮২ টেস্ট, ২১৪ ওয়ানডে আর ৭২ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১২ সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ১২ হাজার ৫০৮ রান। ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার জাতীয় দলের হয়ে বল হাতে ৩৬৮ ম্যাচে শিকার করেছেন ১৮৫ উইকেট।

নিলামে দেড় কোটি মূল্য তালিকায় রয়েছেন-ভারতীয় জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা, অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান শন মার্স, অস্ট্রেলিয়ান তারকা পেসার কেন রিচার্ডসন, ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ইয়ন মরগান, ইংলিশ ওপেনার জেসন রয়, ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস, দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ক্রিস মরিস ও কাইল অ্যাবট।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে