বীরত্বে পদক পাচ্ছেন ডিজিসহ বিজিবির ৬০ সদস্য

মত ও পথ রিপোর্ট

বিজিবি
ফাইল ছবি

বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৯ সালের জন্য চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামসহ বাহিনীর ৬০ সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। বুধবার তা গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেটের তথ্য অনুসারে, ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ, ২০ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড, ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন।

universel cardiac hospital

বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন ১ লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা)প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা)প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে