লক্ষ্মীপুরে ‘গোলাগুলিতে’ ২ সন্ত্রাসী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

বন্দুক যুদ্ধ
ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত ও বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

universel cardiac hospital

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি এলজি, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শাহাদাত হোসেন ও খোরশেদ আলম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে