এসএ গেমস : ৫৮ পদক নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এসএ গেমস

এসএ গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ জিতেছে। তাতে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টি। যার মধ্যে ৪টি সোনা, ১৩টি রূপা ও ৪১টি ব্রোঞ্জ। মোট ৫৮ পদক নিয়ে পদক তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

৬২টি সোনা, ৪১টি রূপা ও ২১টি ব্রোঞ্জসহ ১২৪ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ৩৬টি সোনা, ২৭টি রূপা ও ৩৮টি ব্রোঞ্জসহ ১০১টি পদক নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ১৭টি সোনা, ৩৫টি রূপা ও ৫৫টি ব্রোঞ্জসহ মোট ১০৭ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

১৫টি সোনা, ২৩টি রূপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৬২টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি সোনা ও ২টি রূপাসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

পঞ্চম দিন শেষে পদক তালিকা :

দেশসোনারূপাব্রোঞ্জমোট
ভারত৬২৪১২১১২৪
নেপাল৩৬২৭৩৮১০১
শ্রীলঙ্কা১৭৩৫৫৫১০৭
পাকিস্তান১৫২৩২৪৬২
বাংলাদেশ১৩৪১৫৮
মালদ্বীপ
ভুটান

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে