এসএ গেমস: আরচারি থেকে অষ্টম স্বর্ণপদক জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

আরচারি

চলতি সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) অনেক বড় প্রত্যাশা নিয়েই গিয়েছে বাংলাদেশ। তবু প্রথম সাত দিনে স্বর্ণপদক এসেছিল ঠিক ৭টি। অন্য যেকোনো ডিসিপ্লিনের চেয়ে বেশি প্রত্যাশা রাখা হয়েছিল আরচারিকে ঘিরে।

হতাশ করেননি দেশের আরচাররা। আজ রোববার এসএ গেমসের অষ্টম দিনে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের অষ্টম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

universel cardiac hospital

আরচারি থেকে আরও ৫টি স্বর্ণ জেতার আশা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে সোমা বিশ্বাস এবং মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে লড়বে বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে