২০১৯-২০ অর্থবছরে সারাদেশে ৩৮টি নদীর ৪৫০ কিলোমিটার খনন কাজ করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যার মধ্যে এখন পর্যন্ত ৩১.২৮ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান এবং এম আব্দুল লতিফ বৈঠকে অংশ নেন।
বৈঠকে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহ কর্তৃক ভবিষ্যতে যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে সেগুলো যাতে জনকল্যাণমূলক ও বাস্তবসম্মত হয় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প গ্রহণ করতে হবে বলে কমিটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়।
- এসএ গেমস : বাংলাদেশের প্রাপ্তি রেকর্ড ১৯ সোনাসহ ১৩৮ পদক
- ‘১৬ ডিসেম্বর থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান’
এছাড়া প্রস্তাবিত প্রকল্পগুলো উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) অন্তর্ভুক্তির আগে সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।