নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল দল
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ান গেমসে( এসএ গেমস) নেপালের বিপক্ষে হারের ম্যাচে লালকার্ড দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রেফারি ও লাইন্সম্যানের সঙ্গে বাজে আচরণও করেছেন। গর্হিত এসব আচরণের পর নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন তিনি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে নিষিদ্ধ হতে পারেন তিনি।

বিশ্ব ফুটবল এর নিয়ন্ত্রণ সংস্থা ফিফার আইন অনুযায়ী রেফারির লাল কার্ড প্রদর্শন এরপর যেভাবে তেড়ে এসে ফাউল করা হয়েছে আর মাটিতে শুয়ে থাকা খেলোয়াড়ের শরীরে পা ছোয়ানো হয়েছে, এটা খুবই খারাপ আচরণ।

তাছাড়া ছাড়া লাল কার্ড দেখার পর স্বয়ং প্রধান রেফারি ও সহকারী রেফারিকেও ধাক্কাও মেরেছে। আর তাই ম্যাচ কমিশনার তার প্রতিবেদন এএফসিতে জমা দিলে ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যেখানে গুনতে হতে পারে আর্থিক জরিমানাও, অনাদায়ে নিষিদ্ধ হলে সেটি হতে পারে ৫ থেকে ৬ ম্যাচ পর্যন্ত।

ফিফা রেফারিদের টেকনিক্যাল ইনস্ট্রাক্টর আজাদ রহমান বলেন, জামাল যেভাবে তেড়ে-ফুড়ে এসে ফাউল করেছে, মাটিতে পড়ে থাকা খেলোয়াড়ের শরীরে পা চাপিয়েছে, ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি মারাত্মক খারাপ আচরণ। এ ছাড়া লালকার্ড দেখার পর প্রধান রেফারি ও সহকারী রেফারিকেও ধাক্কা মেরেছে সে। ম্যাচ কমিশনার প্রতিবেদন এএফসিতে জমা দিলে ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে তাকে নিষিদ্ধ করতে পারে। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে। এ ক্ষেত্রে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারে।

এটি অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। এএফসি কিংবা ফিফা পরিচালিত আন্তর্জাতিক ম্যাচ নয়। তা হলে শাস্তি কেন? এর জবাবও দিয়েছেন আজাদ। তিনি বলেন, এটি আঞ্চলিক টুর্নামেন্ট। এএফসি ও ফিফার আইন অনুযায়ীই হয়েছে। ঘরোয়া ম্যাচ হলেও শাস্তি দেয়ার এখতিয়ার এএফসি বা ফিফার আছে। জামালের শাস্তি শুধু নির্ভর করবে ম্যাচ কমিশনারের প্রতিবেদন ও তথ্য প্রমাণাদির ওপর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে