অ্যাংলো ইন্ডিয়ানদের ‘মনোনীত সাংসদ’ হিসেবে লোকসভায় প্রবেশ বন্ধ হচ্ছে

ডেস্ক রিপোর্ট

ভারতের লোকসভা
ফাইল ছবি

অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্য থেকে দুজনকে লোকসভায় মনোনীত সদস্য করা হবে৷ ভারতের সংবিধান তাদের এই সুবিধা দিয়েছিল৷ ক্ষমতায় এসে পুরনো অনেক আইন বাতিল করার মতো এই সুবিধাও বন্ধ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

অতীতের আরেকটা সিদ্ধান্ত বদলাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এতদিন ধরে ভারতের লোকসভায় এবং ১৩টি রাজ্যের বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে এক বা একাধিক সাংসদ ও বিধায়ককে মনোনীত করা হতো৷ এবার সংবিধান সংশোধন করে তা বন্ধ করতে চাওয়া হয়েছে৷

এক্ষেত্রে একটা কৌশল নিয়েছে মোদী সরকার৷ মনোনীত সদস্য হিসেবে অ্যাংলো ইন্ডিয়ানদের লোকসভায় প্রবেশ বন্ধ করার ক্ষেত্রে বিরোধীরা যাতে আপত্তি করতে না পারে, তার জন্য সংবিধান সংশোধন বিলে দুটি বিষয় জুড়ে দেওয়া হয়েছে। এক, তফসিলি জাতি ও উপজাতি বা দলিত ও আদিবাসীদের সংরক্ষণের পরিমাণ আরও দশ বছর বাড়ানো হবে। এবং দুই, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনয়ন বাতিল হবে।

যেহেতু সব দল চাইবে দলিত ও আদিবাসীদের সংরক্ষণের মেয়াদ বাড়ুক, তাই তারা বিল পাস করাতে বাধা দেবে না৷ বাস্তবে ঘটেছেও তাই। লোকসভায় বিরোধীরা অ্যাংলো ইন্ডিয়ানদের এই সুবিধা শেষ করে দেওয়ার বিরোধিতা করলেও বিল পাসে আপত্তি জানায়নি৷

অ্যাংলো ইন্ডিয়ান সংগঠনগুলো অবশ্য সরকারের এই প্রয়াসের বিরোধিতা শুরু করেছে৷ অল ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছে, আম্বেডকরের নেতৃত্বে সংবিধানকাররা তাদের সম্প্রদায়ের দাবি মেনে নিয়েছিলেন৷ স্বাধীনতার পর বিভিন্ন ক্ষেত্রে এই সম্প্রদায়ের বিপুল অবদান রয়েছে। তাই তাদের প্রতি এই অন্যায় যেন না করা হয়৷

এই দাবি অবশ্য সবাই মেনে নিচ্ছেন না৷ রাজনৈতিক বিশ্লেষক সুগত হাজরা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘স্বাধীনতার পর ওরা আলাদা সম্প্রদায় হিসাবে ছিল। না ব্রিটিশ, না ভারতীয়৷  তাই সে সময় তাঁদের এই সুবিধা দেওয়া হয়েছিল। এখন তা আর থাকার কোনও মানে হয় না৷ বিশেষ করে অ্যংলো ইন্ডিয়ানরা যখন অন্যদের সঙ্গে মিশে গিয়েছে, তখন বিশেষ ব্যবস্থা কেন? ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।’

সংবিধান সংশোধন বিল এবার রাজ্যসভায় যাবে৷ সেখানে পাস হয়ে গেলে অ্যাংলো ইন্ডিয়ানরা তাদের সুবিধা হারাবেন৷ লোকসভা ও ১৩টি রাজ্য বিধানসভায় আর মনোনীত সদস্য হতে পারবেন না তারা৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে