স্বাস্থ্য বিভাগ কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্পে নির্ধারিত শর্ত ও সময়ের মধ্যে ৩৩ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ৬৮৩ জাপানিজ ইয়েন খরচ করতে না পারায় সেই অর্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিকে (জাইকা) ফেরত দিতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এই ইয়েনের মূল্য ২৬ কোটি ৩ লাখ ৮৬ হাজার ৩০৩ টাকা (১ টাকায় ০.৮১ ইয়েন ধরে)।
এ অর্থ ফেরতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চিঠি দেয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী প্রধান খাদিজা পারভীন স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি অর্থ সচিবের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘ম্যাটারনাল, নিউনেটাল অ্যান্ড চাইল্ড হেলথ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ফেজ-১, হেল্থ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ভেভেলেপমেন্ট প্রগ্রাম)’ শীর্ষক প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ৬৮৩ জাপানিজ ইয়েন অব্যয়িত অর্থ জাইকাকে ফেরত দিবে হবে।
- সাধারণ ক্ষমা : শেষ মুহূর্তে মালয়েশিয়ার ইমিগ্রেশনে অবৈধ অভিবাসীদের ঢল
- ঢাকা সিটিতে বিএনপি মেয়র প্রার্থী নিয়ে নির্ভার, দুশ্চিন্তা কাউন্সিলর বাছাইয়ে
এতে আরও বলা হয়, ৩৩ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ৬৮৩ জাপানিজ ইয়েন জাইকার নির্ধারিত ব্যাংক জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেডের হেড অফিসের ০২০৭৭৮৭ নম্বর একাউন্টে আগামী ২০ জানুয়ারির মধ্যে (টোকিওর সময় ওইদিন দুপুর ১২টার মধ্যে) পরিশোধের জন্য জাইকার সদর দফতর থেকে পত্র পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।