আসুন সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলি : আতিকুল

মত ও পথ প্রতিবেদক

মেয়র আতিকুল ইসলাম
মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি

পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার কাজে অংশগ্রহণ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন,আসুন সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলি।

আজ শুক্রবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের রজত জয়ন্তি-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরিত করতে হবে। বিদেশে গেলে আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না। একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। বিদেশে আমরা ঠিকই নিয়ম মেনে চলি। এ রজত জয়ন্তি অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের যেখানে-সেখানে আমরা ময়লা ফেলবো না। আসুন সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলি।’

সুনাগরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমার প্রশ্ন, দেশের সুনাগরিক আমরা কয়জন? আমরা যদি সুনাগরিক হতে পারি, দেশের আইন মেনে চলবো, ট্রাফিক সিস্টেম মেনে চলবো, ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, শুধু জিপিএ-৫ পেলেন, কিন্তু মানুষ হলেন না। তাহলে কোনো লাভ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে যেরকম পড়ালেখা করতে হবে, ঠিক সেরকমভাবে অন্য কাজও করতে হবে। আমাদের সবাইকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোমেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল মো. নুর নবী প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে