টস জিতে ফিল্ডিং নেয়া রংপুরের নতুন অধিনায়ক ওয়াটসন

ক্রীড়া প্রতিবেদক

রংপুরের নতুন অধিনায়ক ওয়াটসন

ঢাকায় এসেছে ২৪ ঘন্টাও হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীতে পা রাখেন শেন ওয়াটসন। আজ খেলতে নেমেছেন, রংপুর রেঞ্জার্স আবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে।

অধিনায়ক হিসেবে টস করতে নেমেই জিতেছেন ওয়াটসন। রংপুর অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করবে।

universel cardiac hospital

দুই দলের মধ্যে খুলনা কিছুটা ভালো অবস্থানে। যদিও তারা শেষ দুটি ম্যাচই হেরেছে, তবু ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়ায় মুশফিকুর রহীমের দল আছে চার নম্বরে।

রংপুর রেঞ্জার্সের অবস্থা বেশি ভালো নয়। ৫ ম্যাচ খেলে তারা প্রথম চারটিতেই হারের স্বাদ পায়। সর্বশেষ ম্যাচে জিতে ২ পয়েন্ট পেয়েছে দলটি, আছে পয়েন্ট তালিকায় সবার শেষে সাত নম্বরে।

খুলনা একাদশ

নাজিবুল্লাহ জাদরান, শামসুর রহমান শুভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (অধিনায়ক), রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম।

রংপুর একাদশ

মোহাম্মদ নাইম, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরুন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবি, ফজলে মাহমুদ, জাকির হাসান, সঞ্জিত সাহা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে