এক যুগ পর মাঠে গড়াচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
ফাইল ছবি

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সর্বশেষ কবে হয়েছিল, তা ভুলতে বসেছিলেন অনেকে। কারণ, ২০০৬ সালের পর আর মাঠে গড়ায়নি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি।

অবশেষে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবার শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তারিখ চূড়ান্ত না হলেও বাফুফে জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে টুর্নামেন্ট। জাতির পিতার নামে হবে এবারের প্রতিযোগিতা।

দেশের ৬৪ জেলা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বাফুফে আওতাধীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

খেলা হবে ৯টি অঞ্চলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ শনিবার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) এবং বিভিন্ন সার্ভিসেস দলগুলোর প্রতিনিধিদের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছেন।

সভা শেষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, এখন থেকে প্রতি বছর জানুয়ারিতে চ্যাম্পিয়নশিপ হবে। টুর্নামেন্টে খেলার জন্য প্রতিটি দলকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে