ঢাকা সিটি নির্বাচন : উত্তরে জাপার মেয়র প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

মত ও পথ প্রতিবেদক

জাপার মেয়র প্রার্থী কামরুল-মিলন
ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। উত্তর সিটিতে নির্বাচনের জন্য দলটি মনোনয়ন দিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলামকে। আর ঢাকা দক্ষিণের প্রার্থী করা হয়েছে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে।

আজ রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

৩০ জানুয়ারির নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরে নির্বাচনের জন্য বর্তমানে মেয়র আতিকুল ইসলামকে ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে