একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ হবে বলে দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।’
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ নিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘এটা সাধারণ ককটেল। শক্তিশালী আইইডি না। এই ককটেল ফুটলে শুধু শব্দ করে। কোনো ক্ষয়ক্ষতি হয় না।’
তিনি বলেন, ‘নয়াপল্টনের ব্যস্ততম সড়কে শত শত যানবাহন চলাচল করে। কোন গাড়ি থেকে কে এটি করছে সেটা বোঝা কঠিন। আমাদের গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। এছাড়া ওই এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে সে নির্দেশনা দেয়া হয়েছে।’