ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল মঙ্গলবার।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটিতে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
আওয়ামী লীগ ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এদিকে বিএনপি ইশরাক হোসেনকে ডিএনসিসিতে এবং তাবিথ আউয়ালকে ডিএসসিসিতে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানকে আচরণবিধি মেনে চলার কথা বলেছে নির্বাচন কমিশন।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১১ অনুযায়ী মিছিল বা শোডাউন সংক্রান্ত বাধা-নিষেধ-
- ইসলামিক ফাউন্ডেশনে সামীম অধ্যায়ের অবসান, নতুন দায়িত্বে হামিদ জমাদ্দার
- নতুন আইনে বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শো-ডাউন করা যাবে না বা প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে না।
এছাড়া নির্বাচন-পূর্ব সময় (তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত) কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না।