বঙ্গবন্ধু বিপিএল : বড় জয়ে প্রতিশোধ নিলো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ে ঢাকা

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুন নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে হেরেছিল। আজ সোমবার সেই হারের প্রতিশোধ নিলো মাশরাফি বিন মর্তুজার দল।

বিপিএলের ম্যাচে এদিন রাজশাহীকে ৭৪ রানে হারিয়েছে ঢাকা। ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী।

universel cardiac hospital

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকার দেয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ১০০ রান করে অলআউট হয়ে যায় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন আফিফ হোসেন। ঢাকার পেসার ওয়াহাব রিয়াজ ৩.৪ ওভারে ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।

রাজশাহী ব্যাটিংয়ে নেমে শুরুতে দুর্দান্ত সূচনা করেছিল। ইনিংসের প্রথম ওভার থেকে ১৮ রান নিয়েছিলেন দুই ওপেনার। প্রথম তিন ওভারে বিনা উইকেটে ৩৯ রান তুলেছিল তারা। কিন্তু চতুর্থ ওভারে বোলিংয়ে এসে রাজশাহীকে বিপাকে ফেলেন ওয়াহাব রিয়াজ। এই ওভারে কোনো রান না দিয়ে তিন উইকেট নেন তিনি। ফেরান লিটন, অলক কাপালি ও শোয়েব মালিককে।

মূলত এখানেই ম্যাচ ঘুরে যায় ঢাকার দিকে। পরে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। বোপারা এবং রাসেলকে নিয়ে ভরসা থাকলেও তাদের ব্যাট কথা বলেনি। ১১ বলে ১০ করে রান আউট হন বোপারা। ৮ বলে ৭ করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন রাসেল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও আসিফ আলীর দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে ঢাকা প্লাটুন। দলের পক্ষে তামিম ইকবাল ৫২ বলে ৬৮ করে অপরাজিত থাকেন। ১১ বলে ২১ করেন মেহেদী হাসান। ২৮ বলে ৫৫ করে অপরাজিত থাকেন আসিফ আলী।

রাজশাহীর বোলারদের মধ্যে ফরহাদ রেজা ২টি, আন্দ্রে রাসেল ১টি, রবি বোপারা ১টি ও শোয়েব মালিক ১টি করে উইকেট নেন।

ঢাকা ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায়। ফিরে যান বিজয়। এরপর লুইস রিসি নেমে ১১ বলে ৯ করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর তামিম ও মেহেদী ৩৭ রানের জুটি গড়েন। দশম ওভারে বোপারার বলে তাইজুলের হাতে ক্যাচ হন মেহেদী।

১৩তম ওভারের প্রথম দুই বলে আরিফুল ও মাশরাফি বিদায় নেন। এক্ষেত্রে বোলার ছিলেন ফরহাদ রেজা। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে তামিমের সঙ্গে জুটি বাঁধেন আসিফ আলী। এই জুটিতেই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ঢাকা। ৯০ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন তামিম-আসিফ।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭৪ রানে জয়ী ঢাকা প্লাটুন।

ঢাকা প্লাটুন ইনিংস: ১৭৪/৫ (২০ ওভার)

(তামিম ৬৮*, এনামুল ১০, রিসি ৯, মেহেদী হাসান ২১, আরিফুল ৭, মাশরাফি ০, আসিফ ৫৫*; আন্দ্রে রাসেল ১/৩৭, মোহাম্মদ ইরফান ০/২৯, আফিফ হোসেন ০/১২, শোয়েব মালিক ১/১৩, কামরুল ইসলাম রাব্বী ০/২১, রবি বোপারা ১/১৭, ফরহাদ রেজা ২/৪৪)।

রাজশাহী রয়্যালস ইনিংস: ১০০ (১৬.৪ ওভার)

(লিটন ১০, আফিফ ৩১, কাপালি ০, শোয়েব মালিক ০, বোপারা ১০, নাহিদুল ১৪, আন্দ্রে রাসেল ৭, ফরহাদ রেজা ০, তাইজুল ৮, কামরুল ৭, মোহাম্মদ ইরফান ১*; মাশরাফি ০/৩০, মেহেদী হাসান ০/৮, হাসান মাহমুদ ১/২৪, ওয়াহাব রিয়াজ ৫/৮, লুইস রিসি ১/১১, শাদব খান ১/৯)।

ম্যাচ সেরা: ওয়াহাব রিয়াজ (ঢাকা প্লাটুন)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে