ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের সবাইকে নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার কথা জানান তাপস।
এছাড়া মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী।
- জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭.৯০ শতাংশ
- আমরা শিক্ষাকে আরও বিজ্ঞানসম্মত করতে চাই : প্রধানমন্ত্রী
গত শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফজলে নুর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাপসের নাম ঘোষণা করেন।
আইন অনুযায়ী সংসদ সদস্য থেকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় সেদিনই এমপি পদ ছাড়েন বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে তাপস।