কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গো

কঙ্গোর পূর্ব বেনি অঞ্চলে অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামে একটি কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ কমপক্ষে ১৮ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।

এ ঘটনায় ওই অঞ্চলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। রোববার বেনি অঞ্চলের প্রধান প্রশাসনিক শহর ওচার পশ্চিমে অ্যাপেটিনা সানায় প্রতিবেশী উগান্ডার সন্ত্রাসী বাহিনী এডিএফ ওই জঙ্গিরা হামলা চালায়। খবর ভয়েস অব আমেরিকার।

universel cardiac hospital

বেনি অঞ্চলের প্রশাসক ডোনাত কিবওয়ানা বলেছেন, রোববার রাতে এডিএফ অ্যাপেটিনা-সানায় একটি হামলা চালিয়ে ১৮ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।

এডিএফের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল এমবাউ ও এরিনেগিসহ অ্যাপেটিনা সানা।

৩০ অক্টোবর সেনাবাহিনী সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এডিএফের জঙ্গিরা ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।

বেনি শহরে সর্বশেষ হামলার ঘটনায় স্থানীয়রা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন।

এডিএফ মিলিশিয়া উগান্ডার রাষ্ট্রপতি ইয়োভেরি মিউসেভেনির বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে