পদ্মার পাড়ে ঘুড়ি উৎসব

ফরিদপুর প্রতিনিধি

ঘুড়ি উৎসব

আবহাওয়া ছিল বৈরি। শীতের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবুও উৎসাহে ভাটা পড়েনি ঘুড়ি প্রেমিকদের মনে। ঘুড়ি প্রেমিকরা আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি উৎসবে মেতে উঠেন ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় পদ্মা পাড় এলাকায়। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

ঘুড়ি উৎসবের আয়োজন করেছিল ফরিদপুর সিটি পেজ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপ। এ উৎসবে শতাধিক ঘুড়ি উড়ানো হয়েছে আকাশে। এর মধ্যে রয়েছে বাহারি রঙয়ের, বিভিন্ন আকারের ঘুড়ি।

universel cardiac hospital

ফরিদপুর সিটি পেজের মডারেটর বিপ্লব বিশ্বাস বলেন, ২০১২ সালে ফরিদপুর সিটি পেজ যাত্রা শুরু করে। গত তিন বছর ধরে ঘুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার ছিল তৃতীয় ঘুড়ি উৎসব।

উৎসবটি শেষ হয় সন্ধ্যায় ফানুস উড়িয়ে ও আতশবাজি পুড়িয়ে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে