প্রথমে চার দেশ নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি সিদ্ধান্ত নেয়, গতবারের মতো ৬ দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের। তবে সর্বশেষ খবর হলো, ৬ দেশ নয়, এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল হবে ৫ জাতির।
দলেও এসেছে নাটকীয় পরিবর্তন। একদিন আগেও শোনা গিয়েছিল, বাংলাদেশের সঙ্গে ৫ বিদেশি দল খেলবে শ্রীলংকা, লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও কিরগিজস্তান। কিন্তু বিদেশি এই ৫ দলের মধ্যে থাকছে শুধু শ্রীলংকা। বাকি তিন দলের দুটি প্রথমবারের মতো আসছে বাংলাদেশে।
২০১৮ সালে সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফিলিস্তিন এবারও আসছে জাতির জনকের নামের এ টুর্নামেন্ট খেলতে। শ্রীলংকা ছাড়া বিদেশি অন্য দুই দল হচ্ছে-মরিসাস ও সিসিলেস।
- সিটি নির্বাচনে আ.লীগের সমন্বয়কের দায়িত্ব পেলেন আমু-তোফায়েল
- সরকার নতজানু হয়ে ভারত থেকে আসা অনুপ্রবেশকারীদের গ্রহণ করছে : মওদুদ
৫ দেশ নিয়ে টুর্নামেন্ট হবে বলে ফরম্যাটও বদলে যাচ্ছে। গ্রুপে ভাগ হয়ে নয়, লিগ ভিত্তিতে খেলবে ৫ দেশ। তারপর শীর্ষ দুই দেশ খেলবে ফাইনালে।
আগামীকাল শনিবাররাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হবে টুর্নামেন্টের লোগো উম্মোচন অনুষ্ঠান। সেখানেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।