ইরাকের বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে নিহত ইরানের এলিট ফোর্স আল কুদসের প্রধান জেনারেল সোলেইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি।
শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এই পদে নিয়োগ দেন বলে এক অফিসিয়াল পোস্টে জানান। খবর পার্স টুডে ও সাবাহ ডট কমের।
জেনারেল ইসমাইল কায়ানি এর আগে লে. জেনারেল কাসেম সোলেইমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খামেনির নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সে শহীদ জেনারেল সোলায়মানির পাশে থেকে সেবা দিয়েছেন।
এছাড়া কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলেও নিয়োগপত্রে উল্লেখ করেন তিনি।
এর আগে শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিসহ পাঁচজন নিহত হন।
- ঢাকা সিটি নির্বাচন : কাউন্সিলর পদে প্রার্থীর ছড়াছড়ি, দুই দলই চ্যালেঞ্জে
- প্রক্সি থেকে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা-ইরান!
বিবিসির খবরে বলা হয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়েছে বলে পেন্টাগণ নিশ্চিত করেছে।
আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি হামলার কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন।