বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের হয়ে মাঠ মাতাতে ঢাকায় গেইল

ক্রীড়া প্রতিবেদক

গেইল
ফাইল ছবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাতে আজ সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের ‘ব্যাটিং দানব’ ক্রিস গেইল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম ইতিমধ্যে প্লে-অফে উঠে গেছে। তবে, লিগ পর্বে তাদের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দেখে অবাকই হয়েছিলেন টি-২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান গেইল। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

কিন্তু পরবর্তীতে গেইলের সাথে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। আলাপ-আলোচনা শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল। তবে নির্দিষ্ট কোন তারিখ জানায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। অবশেষে বিপিএলে মাঠ মাতাতে ঢাকায় চলে এলেন গেইল।

আগামীকাল মঙ্গলবার মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ জানুয়ারি আবার রাজশাহীর মুখোমুখি হবে চট্টগ্রাম। রাজশাহীও ইতিমধ্যে প্লে-অফে উঠে গেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার অবস্থানের ভিত্তিতে ঠিক হবে প্লে-অফে কে কার মুখোমুখি হবে?

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে