বঙ্গবন্ধু বিপিএলে আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সুতরাং, প্রথমে ব্যাট করতে নেমেছে রাজশাহী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দুই দলই ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজশাহী রয়্যালস। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম।
রাজশাহী রয়্যালস একাদশ
লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বী।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, ইমরুল কায়েস, চাঁদউইক ওয়ালটন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মুক্তার আলী, কেজরিক উইলয়ামস, জিয়াউর রহমান, রুবেল হোসেন।