ঢাকা সিটি দক্ষিণে বিনা ভোটে নির্বাচিত ৪ কাউন্সিলর

মহানগর প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ)
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-২০২০ নির্বাচনে চার কাউন্সিলরপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গণমাধ্যমকে বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে মোট চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ আসন থেকে আর দুজন সংরক্ষিত আসনের।

তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে একজন একক প্রার্থী ছিলেন। বাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন একজন এবং দুই প্রার্থীর বিপরীতে থাকা প্রতিদ্বন্দ্বীরা প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা আওয়ামী লীগের কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বলতে পারব না। কাউন্সিলরদের আমরা দল হিসেবে দিইও না, নিইও না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নিলুফার রহমান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি।

৩০ জানুয়ারি ঢাকার এই দুই সিটিতে ভোট হওয়ার কথা রয়েছে। ওইদিন ভোট শেষে সবার সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামও গেজেট আকারে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে