২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক নিবন্ধনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আজ রোববার ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক-নিবন্ধন চলছে। ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা গেল।
২০২০ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের জন্য ৩৪টি ব্যাংককে মনোনয়ন দেয় ধর্ম মন্ত্রণালয়।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।