দেশে আড়াই লাখ ভিক্ষুক

মত ও পথ প্রতিবেদক

ভিক্ষুক

বিভিন্ন জেলার প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের চাহিদাপত্র অনুযায়ী দেশে বর্তমানে দুই লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে। শতকরা হিসাবে ০.১৭ ভাগ মানুষ ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আজ সোমবার সংসদে এ কথা জানান।

universel cardiac hospital

মন্ত্রী জানান, তবে ভিক্ষুকের সংখ্যা নির্ধারণে সমন্বিতভাবে কোনো জরিপ পরিচালিত হয়নি। তারপরও জেলা প্রশাসন ও সমাজকল্যণ কার্যালয় থেকে পাঠানো চাহিদাপত্রের ভিত্তিতে ভিক্ষুক পুনর্বাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর বিপরীতে গত অর্থবছরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে তিন কোটি টাকা এবং চলতি অর্থবছরে চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে