নির্বাচিত হলে উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী গড়ব: তাপস

মত ও পথ প্রতিবেদক

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তাপস
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হলে একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে সেবা করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

আজ শনিবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নবম দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি একথা জানান। একই সঙ্গে নির্বাচিত হলে উন্নত রাজধানী গড়ার প্রত্যয়ের কথাও জানিয়েছেন।

universel cardiac hospital

তাপস বলেন, ‘আমরা যেখানে যাচ্ছি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। উন্নয়নের রূপরেখা আমরা দিয়েছি, আমাদের প্রাণের ঢাকা যে ঢাকাকে আমরা সবাই ভালোবাসি, সেই ঢাকার উন্নয়নের জন্য আমরা যে রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা আশাবাদী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ও এই ওয়ার্ডসহ ঢাকার ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে আমাদের নির্বাচিত করবেন।’

তাপস বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছরে ঢাকাবাসীর সব মৌলিক নাগরিক সেবাসহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রাণের ঢাকাকে ২০৪১ সাল নাগাদ উন্নত ঢাকা গড়ে তুলব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা আমাদের দেখিয়েছেন, সেই উন্নত বাংলাদেশের হবে উন্নত রাজধানী, উন্নত ঢাকা।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুম মিয়াকে ঠেলাগাড়ি ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী নাজমা বেগমকে জাহাজ প্রতীকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

এরপর ভোটের তারিখ নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রার্থী হিসেবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই।’

এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে