টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে ৫ লাখ রান করার অভিনব এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে এই কীর্তি গড়ে ইংলিশরা।
জোহানেসবার্গে ১০২২তম টেস্ট ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড। আর এই টেস্টের প্রথম দিনে ৫ লাখ রানের মাইলস্টোন স্পর্শ করে জো রুটের নেতৃত্বাধীন দল। এ রেকর্ডে ইংল্যান্ডের পরে আছে অস্ট্রেলিয়া।
- এশিয়া কাপ নিয়ে বিসিবির সঙ্গে কোনো চুক্তি করেনি পিসিবি
- গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
অজিদের টেস্ট রান সংখ্যা ৪৩২,৭০৯। এরপরে ২ লাখের বেশি রান করেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক দলঃ
১. ইংল্যান্ড– ১০২২* ম্যাচে ৫০০, ০০৬ রান।
২. অস্ট্রেলিয়া– ৮৩০ ম্যাচে ৪৩২, ৭০৬ রান।
৩. ভারত– ৫৪০ ম্যাচে ২৭৩, ৫১৮ রান।
৪. ওয়েস্ট ইন্ডিজ– ৫৪৫ ম্যাচে ২৭০, ৪৪১ রান।
৫. দক্ষিণ আফ্রিকা– ৪৩৯* ম্যাচে ২১৬, ৪৫২ রান।
৬. পাকিস্তান– ৪২৭ ম্যাচে ২০৯, ৮৬৯ রান।
৭. নিউজিল্যান্ড– ৪৪০ ম্যাচে ২০৪, ১৭২ রান।
৮. শ্রীলঙ্কা– ২৮৮ ম্যাচে ১৪৫, ২১৮ রান।