সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি

ষাঁড়ের লড়াই

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান মেলার দশম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়।

universel cardiac hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ। সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুর জামান কোহিনুর।

সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেলা উপলক্ষে এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন দেশবরেণ্য চিত্রশিল্পী  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি শিক্ষক ড. ফরিদা জামান। মেলার সমাপনী দিন অর্থাৎ ২৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি থেকে এ পদক তুলে দেবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে